ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদী পস্নাবিত

প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মঙ্গলবার সকালে আকস্মিক পাহাড়ি ঢলে মহারশি নদী পস্নাবিত হয়েছে। একদিনে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা পানিতে নিমিষেই নদী ভরাট হয়ে বন্যায় পরিণত হয়ে যায় নদীর তীরবর্তী এলাকা। পাহাড়ি ঢলের পানিতে ভাটি এলাকাসহ নিম্নঅঞ্চলের মানুষেরা পানিতে বন্ধী হয়ে পড়ে। ঝিনাইগাতী সদরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে অনেক বাড়ি ঘরে পানি উঠে দুর্ভোগ পোহাতে হয় অনেক পরিবারকে। পাহাড়ি ঢলের পানিতে সদ্য রোপণকৃত আমন ফসলের বীজতলা ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যার পানির সোতে উপজেলার দিঘিরপাড় পালপাড়া ও আব্দুলস্নাহর বাড়ির শেষ সীমানায় বাঁধ ভেঙে যাওয়ার ফলে পানি প্রবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। উপজেলার বাঘেরভিটা, কান্দলী, কালিনগর, সারিকালিনগর, বগাডবি, পাগলার মুখ, বনগাঁও, চতল, সূরিহারাসহ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।