শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সারিয়াকান্দিতে এক সপ্তাহ ধরে নিখোঁজ ব্যবসায়ী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ২০ জুন ২০২৪, ০০:০০
সারিয়াকান্দিতে এক সপ্তাহ ধরে নিখোঁজ ব্যবসায়ী

বগুড়ায় বাড়ি থেকে বাহিরে যাওয়ার পর মহিদুল ইসলাম (৪১) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের দাবি, গত ১১ জুন রাত ৯টায় মহিদুলের ফোন নম্বরে একটি ফোন আসে। এই ফোন পাওয়ার পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে আজ পর্যন্ত তিনি নিখোঁজ আছেন।

মহিদুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের মৃত মনছের আলী প্রামাণিকের ছেলে। কুতুবপুরে তার বেকারির ব্যবসা আছে।

মহিদুলের স্ত্রী মোছা. জনি আক্তার জানান, গত ১১ জুন রাত ৯টার দিকে আমার স্বামীর ফোনে তার বন্ধু সেনেটারি ব্যবসায়ী সবুর ফোন করে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান।

এরপর তার বন্ধুকে ফোন করে আমি জানতে চাই, আমার স্বামী কোথায়। সবুর বলেন, সন্ধ্যার পর থেকে তার সঙ্গে আমার দেখা হয়নি।

নিখোঁজ মহিদুল ইসলামের ছেলে মো. সোহান কবির বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে আমার বাবাকে না পেয়ে গত ১২ জুন আমার মা জনি আক্তার বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি জিডি করেন।

থানায় সাধারণ ডায়েরি করার পরে এক সপ্তাহ হয়ে গেলেও নিখোঁজ মহিদুলকে খুঁজে না পাওয়ায় তার পরিবারে লোকজন ও গ্রামবাসী মিলে কুতুবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) দুরুল হুদা বলেন, মহিদুল নিখোঁজের একটি জিডি করা হয়েছে। তাকে খুঁজতে পুলিশ-ডিবি একত্রে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে