দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বৈশাখ-১৪৩১ উপলক্ষে বৈশাখী সংকলন 'ঢাউকী' গ্রন্থের মোড়ক উন্মোচন ও কবিকণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও ঢাউকী বৈশাখী সংকলনের সম্পাদক মীন আরা পারভীন ডালিয়া। তিনি বলেন, 'ঢাউকী' বৃহত্তর দিনাজপুর অঞ্চলের একটি আঞ্চলিক শব্দ। কৃষি কাজে ব্যবহার্য আগাছা, ময়লা-আবর্জনা পরিষ্কারের একটি অতিপ্রয়োজনীয় হস্তশিল্প। এটিকে কেউ খুরপা আবার কেউ পাষন নামে বলে থাকে।
কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক, কবি ও সাহিত্যিক-ছড়াকার জলিল আহমেদ, কবি আযাদ কালাম, ছড়াকার বিধান দত্ত, কবি অদীতি রায়, কাশী কুমার দাস ঝন্টু, মমিনুল ইসলাম, বাসুদেব শীল, তরিকুল আলম তরু, মোলস্নাহ শরিফ, তুষার সুভ্র বসাক, কমল কুজুর, সাবিনা ইয়াসমিন ইতি, কবি ও 'ঢাউকী' সংকলনের সহযোগী সম্পাদক নিরঞ্জন হিরা, অলোকেশ অধিকারী, মজেল ও বাংলাদেশ গ্রম্নপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিকুজ্জামান তারেক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি ও বাচিকশিল্পী সাবিনা ইয়াসমিন ইতি।