ঢাকার ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির প্রতি বছরের ন্যায় এবছরও ৪ ঘণ্টায় ৪৫ স্থানের জবাই করা কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে পৌর শহরকে জীবাণুমুক্ত করেছেন। তিনি পৌর শহরকে দুর্গন্ধ ও রোগ জীবাণু রোধে জবাই করা স্থানে বিস্নসিং পাউডার দিয়ে পরিষ্কার করেন।
জানা গেছে, ধামরাই পৌরসভা কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৫ স্থানের জবাই করা কোরবানির পশুর বর্জ্য সকাল ১১টা থেকেই অপসারণ শুরু করে। পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে পৌর কর্তৃপক্ষ বিভিন্ন টিমের মাধ্যমে ঘুরে ঘুরে তা পরিষ্কার করেন। পৌরবাসীরা জানান, পৌরসভার মেয়র গোলাম কবির নিজে তদারকি করে প্রতি বছরের ন্যায় এবারও পৌর শহরকে জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত করেছেন।
পৌরসভার মেয়র গোলাম কবির জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও পৌরসভার সকলের ছুটি বাতিল করে সকলের সহযোগিতায় দ্রম্নত কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছি। এতে পৌরবাসীরা দুর্গন্ধ মুক্ত থাকবে।