চৌদ্দগ্রামে বিধবার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে এক বিধবার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর বিরুদ্ধে।
এ ঘটনায় বিধবা বাদী হয়ে আ'লীগ নেতা ইউসুফ আলী ও যুবলীগ কর্মী সোহাগসহ ৭ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় বুধবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছোটখিল গ্রামে।
অভিযুক্ত ইউসুফ আলী বলেন, 'আমার নেতৃত্বে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। বরং বিধবা আছমা বেগমের লোকজন উল্টো আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের বাড়িঘর ভাঙচুর কে করেছে আমি জানি না।' চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, 'ছোটখিল গ্রামে আধিপত্য নিয়ে দুই পক্ষের দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে'।