শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

নাগেশ্বরীতে বিপুল পরিমাণ ভিজিএফ চাল উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১৬ জুন ২০২৪, ০০:০০
নাগেশ্বরীতে বিপুল পরিমাণ ভিজিএফ চাল উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ভিজিএফের ১ হাজার ১৬৯ কেজি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় ওই বাড়ি থেকে ৬৫টি চাল দেওয়ার সুবিধাভোগীর স্স্নিপও উদ্ধার করা হয়। পরে চাল ও স্স্নিপ জব্দ করে কচাকাটা থানা হেফাজতে দেয় সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা।

পুলিশ জানায়, কচাকাটা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকালে বিক্রির অভিযোগ ওঠে। পরে সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ইউনিয়ন পরিষদের পাশে নায়কের হাটবাজারের শহিদুল ইসলামের বাড়ি থেকে ২০ বস্তা ও মতিনের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে উইপি চেয়াম্যান শাহাদৎ হোসেন জানান, 'নিয়ম অনুযায়ী চালের স্স্নিপ বিতরণ করা হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে চাল উদ্ধার করা হয়েছে। আর উদ্ধার করা স্স্নিপ ৫নং ওয়ার্ড মেম্বারের। এখানে আমার কোনো দায় নেই।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে