কাপ্তাইয়ে উদ্ধার হওয়া পানকৌড়ি শেখ রাসেল ইকোপার্কে হস্তান্তর
প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরীর সার্বিক তদারকিতে বন বিভাগের ওয়াচার মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে কাপ্তাই উপজেলাধীন ৪নং কাপ্তাই ইউনিয়নের বিএফআইডিসি শিল্প এলাকার মার্কেটের সামনে থেকে গত শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে ১২ (বার)টি পানকৌড়ি (ইংরেজি নাম: ষরঃঃষব পড়ৎসড়ৎধহঃ (বৈজ্ঞানিক নাম: চযধষধপৎড়পড়ৎধী ভঁংপরপড়ষষরং) উদ্ধার করা হয়।
পরবর্তীতে শনিবার সকালে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পান কৌড়িগুলো হস্তান্তর করা হয়। এ সময় কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেনসহ বন বিভাগের কর্মীরা ছিলেন।