ধান বীজ ও সার বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী
প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে ১৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে (মুক্তমঞ্চ) এসব বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী।
এ সময় ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আবু হামযা কনক, মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহরিয়ার মোরসালিন মেহেদী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।