শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
  ১৬ জুন ২০২৪, ০০:০০
রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্ণীপুরের রামগতিতে ভ্রাম্যমাণের আদালত পরিচালনা করে চারটি অবৈধ স্থাপনা ভেঙে খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মানষ চন্দ্র দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোছলেহ উদ্দিনসহ একদল পুলিশ ফোর্স এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের নতুন বাজারের খাল ভরাট করে জায়গা দখল নিয়ে স্থায়ী পাকা ঘর তোলায় খবর পেয়ে অভিযান পরিচালনা করেন প্রশাসন। অবৈধ দখলকারিরা হচ্ছে ওই এলাকার হোরণ মাঝি, মহসিন মাঝি, মুনসর আহমদ এবং আবদুল মান্নান।

দখলদার মহসিন মাঝি জানান, বিগত ১৫ বছর ধরে তারা নতুন বাজারের ভিটায় ঘর তুলে ভোগ দখল করে আসছেন, প্রতিবছর একসনা ডিসিআর কেটে থাকেন তারা। পুরনো ঘর জরাজীর্ণ হওয়ায় গত কিছু দিন আগে ঘরের সংস্কার কাজ করে টিনের চালায় সেমিপাকা করে ঘর করেন, এসিল্যান্ড পুলিশ এনে ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অবৈধ দখল উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে