পূর্বধলায় অস্থায়ী গরু হাট থেকে রেকর্ডসংখ্যক রাজস্ব আদায়
প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় এ বছর অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা ডাক থেকে রেকর্ডসংখ্যক রাজস্ব আদায় করেছে পূর্বধলা উপজেলা প্রশাসন। এ বছর ঈদুল আজহা উপলক্ষে পশু কেনাবেচার জন্য ৩৮টি অস্থায়ী পশুর হাটের দরদাতাকে ১১ লাখ ৭১ হাজার ৬৫০ টাকায় ইজারা দেওয়া হয়েছে। যার ২৫ ভাগ ভ্যাট আইটিসহ সরকারি রাজস্বের পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৩৪ হাজার ৬২২ টাকা। গত বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে। এ ছাড়া আরও ৫টি বাজারে খাস আদায়ের মাধ্যমে পশু কেনাবেচা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানা গেছে, এ বছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার জন্য ১১টি ইউনিয়নে ৩৮টি অস্থায়ী গরুর হাটের অনুমতি দেওয়া হয়। এজন্য গত ১০ ও ১১ জুন উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকাশ্যে নিলাম ডাকের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান। উন্মুক্ত ডাকের মাধ্যমে ১০ জুন ৩০টি ও ১১ জুন আরও ৮টি বাজার নিলাম ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে অস্থায়ী পশুরহাট বসানোর অনুমতি দেওয়া হয়। এতে ৩৮টি অস্থায়ী পশুর হাটের ডাক থেকে সর্বমোট ১১ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা রাজস্ব আদায় হয়, যার ২৫ ভাগ হারে ভ্যাট আইটিসহ দাঁড়ায় ১৪ লাখ ৩৪ হাজার ৬২২ টাকা। গত বছর ২৮টি অস্থায়ী পশুর হাটের ভ্যাট আইটিসহ ইজারা মূল্য ছিল ৭ লাখ ৫০ হাজার টাকার কিছু ওপর। এ বছর উলেস্নখযোগ্য অস্থায়ী ডাকের সর্বোচ্চ তালিকার মধ্যে রয়েছে আগিয়া বাজার ভ্যাট আইটি ছাড়া ২ লাখ ১০ হাজার, নারায়নডহর বাজার ১ লাখ ৭৫ হাজার, গোহালাকান্দা বাজার ১ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়া অন্য বাজারগুলো সর্বনিম্ন ৫ হাজার থেকে শুরু করে বিভিন্ন অংকে ইজারা দেওয়া হয়েছে। প্রতি বছর এসব কোরবানির পশুর হাটকে বেশিরভাগ বাজার নামমাত্র মূল্যে ইজারা দেওয়া হলেও এ বছর প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে বাজার দেওয়া হয়েছে। এ প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান বলেন, এ বছর উন্মুক্ত ডাকের মাধ্যমে ৩৮ সর্বোচ্চ দরদাতাকে অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৫টি বাজারে খাস আদায়ের মাধ্যমে হাট বসবে। এসব বাজারে নিয়ম মেনে সংশ্লিষ্ট ইজারাদারকে পশুর হাট বসানোর জন্য বলা হয়েছে। এ ছাড়া ওই বাজারগুলো ছাড়া আর কোথাও কোনো পশুর হাট বসানোর চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।