নাটোরের গুরুদাসপুরে জোড়পূর্বক সম্পত্তি দখল করে গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে মারধর-হুমকির স্বীকার হচ্ছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় উপজেলার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারী মকছেদুর রহমান বাদী হয়ে ৯ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মকছেদুর রহমান জানান, 'তিনি স্থানীয় সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক। অবসরের পর তিনি অসুস্থ হয়ে পরেন। তার সংসারে স্ত্রী, একটি মেয়ে ও দুইটি ছেলে রয়েছে। উত্তরনারীবাড়ি মৌজায় তার জমিতে লিচু বাগান রয়েছে। প্রায় ১৯টি লিচু গাছ রয়েছে বাগানে। তার এই জমিটি দখল করার জন্য দীর্ঘদিন ধরে প্রতিবেশী মজিবর রহমান, আলম মোলস্না, রায়হান মোলস্না, বিল্টু মোলস্নাসহ বেশ কয়েকজন চেষ্টা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২ জুন অভিযুক্তরা বাগানে গিয়ে পাঁচটি লিচু গাছ কেটে ফেলে এবং বাগান দখল করে। পরবর্তীতে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, 'উভয়পক্ষকেই থানায় ডাকা হয়েছে আপস-মীমাংশার জন্য। উপস্থিত না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'