শিবপুরে দুই ভাগে বিভক্ত জাতীয় পার্টি

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে জাতীয় পার্টি (জিএম কাদের গ্রম্নপ)। গত ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির দু'টি গ্রম্নপ প্রকাশ্যে বিভক্ত হয়ে যায়। পৃথক দু'জন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে দুই গ্রম্নপ সমর্থন দিয়ে মাঠে নেমে কাজ করেছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর পাঠান ও সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া নেতৃত্বাধীন অংশ সমর্থন দিয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আরিফ উল ইসলাম মৃধাকে (দোয়াত কলম)। অন্যদিকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম বাছেত ও সাধারণ সম্পাদক জহিরুল হক মোলস্না হারুন নেতৃত্বাধীন অংশ সমর্থন দিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী ফেরদৌসী ইসলামকে (কাঁপ-পিরিচ)। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জানা যায়, গত ৩ জুন ২০২৩ নরসিংদী জেলা জাতীয় পার্টির সম্মেলনের আগে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি সব উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করে। তখন সম্মেলনে শিবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এস এম জাহাঙ্গীর পাঠান সভাপতি ও কাদির কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু ৩ জুন ২০২৩ জেলা জাতীয় পার্টির সম্মেলনের পর ১১ জুলাই জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এই কমিটির সভাপতি নির্বাচিত হন ওমর ফারুক মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবুল হাসানাত মাসুম। আর এই কমিটি হওয়ার পর শিবপুর উপজেলায় ২৩ অক্টোবর ২০২৩ আরেকটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল করিম বাছেত ও সাধারণ সম্পাদক হয়েছেন জহিরুল হক মোলস্না হারুন। কিন্তু আগের কমিটি বিলুপ্ত বা বাতিল করা হয়নি বলে দাবি করেছেন সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩ এর খ ধারা অনুযায়ী একটি উপজেলা কমিটি গঠন করা হয় দুই বছরের জন্য। দুই বছর পর কমিটির মেয়াদ শেষ হয়। সেই অনুযায়ী আগের কমিটিও বহাল রয়েছে। বর্তমানে দুই ভাগে বিভক্ত শিবপুর উপজেলা জাতীয় পার্টি। এ নিয়ে সাধারণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় নেতাদের দ্রম্নত হস্তক্ষেপ কামনা করেছেন।