শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বাগমারায় ঈদ সামনে রেখে সক্রিয় মাদক ব্যবসায়ীরা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
  ১৬ জুন ২০২৪, ০০:০০
বাগমারায় ঈদ সামনে রেখে সক্রিয় মাদক ব্যবসায়ীরা

সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় চলছে কোরবানি ঈদের বেচাকেনা। ঈদকে সামনে রেখে রাজশাহীর বাগমারাসহ হাটগাঙ্গোপাড়ায় সক্রিয় হয়েছে মাদক ব্যবসায়ীরা। ঈদে অধিক অর্থ আয়ের আশায় প্রতিদিনই বাগমারায় নানা কৌশলে মাদক বিকিকিনি হচ্ছে।

যদিও প্রতিদিনই বাগমারা এলাকাজুড়ে প্রশাসনের নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে। তার পরও বিভিন্ন মাদক সেবনকারী- ইয়াবা, গাজা, ফেনসিডিল, দেশীয় চোলাই মদ খাচ্ছে। অভিযানে আসামি গ্রেপ্তার হলেও বাগমারা উপজেলা মাদক বিক্রির আস্তানা হিসেবে গড়ে উঠেছে।

বাগমারায় পুলিশ,র্ যাব, গোয়েন্দা শাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন গোপনসূত্রের ভিত্তিতে নিরলস প্রচেষ্টার মাধ্যম একটি পরিচ্ছন্ন মাদকমুক্ত উপজেলা হিসেবে উপহার দেওয়ার জন্য নিরলস কাজ করে চলেছে। আসন্ন ঈদকে ঘিরে বাগমারায় অভিনব পন্থায় আর সু-কৌশলে মাদকের বিকিকিনির নৈপথ্যে থাকা রাঘব-বোয়ালরা ধোয়াশায় থেকে মাদকের জোগানাদাতা হিসেবে কাজ করার দরুন সম্প্রতি বাগমারা উপজেলায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনী উপজেলা জুড়ে অভিযান চালিয়ে ছোটখাটো মাদক বিক্রেতা বা সেবনকারী আটক করে আদালতে প্রেরণ করলেও কয়েকদিন কারা ভোগ করে আবার তারা পূর্বের আশ্রয়-প্রশয়দাতাদের দ্বারা সক্রিয় হয়ে লিপ্ত হচ্ছে মাদক বেচাকোনায়। প্রকৃতপক্ষে, আইনের ধরাছোঁয়ার বাইরে প্রকৃত মাদক জোগানদাতারা।

সাম্প্রতিক সময়ে উপজেলার, বঙ্গবন্ধু কমপেস্নক্স পিছনে, শিকদারী বাজার, হাটগাঙ্গোপাড়া বাজার, সুজন পালাশা গ্রামের হিরোইন ব্যবসায়ী শাহিন, হাটখালগ্রাম বাজার, মুগাইপাড়া বাজার, উত্তরে একডালা মাঠ সংলগ্ন এলাকা, তাহেরপুর বাজার, মোহনগঞ্জ, মাদারীগঞ্জ বাজার, হুলিখালী বাজার, শিববাড়ী, সোনাডাঙ্গা খালিশপুর, দৌলতপুরসহ উপজেলা বিভিন্ন প্রত্যন্ত পাড়া-মহলস্নার, গ্রামাঞ্চলের অলিগতিতে সু-কৌশলে পরিকল্পনা মাফিক সাপস্নাই হচ্ছে মাদক দ্রব্যাদি। এসব এলাকায় সন্ধ্যার পর আনাগোনা দেখা যাচ্ছে নতুন নতুন মুখের। যাদের রাস্তার ওপর মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎ করে কেউ কেউ তাদের সঙ্গে দেখা করে, তারা আবার উধাও হয়ে যায়।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, বর্তমান সরকারের মাদক বিরোধী জিরো ট্রলারেন্স বাস্তবায়নে পুলিশ অত্যন্ত তৎপর। মাদক ব্যবসায়ী যে কেউ হোক না কেউ, মাদকের ব্যাপারে কোনো আপস নেই। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকাকে করা হবে মাদকশূন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে