শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

পঞ্চগড়ে সংসদ সদস্য মুক্তার উদ্যোগে লাগানো হচ্ছে ৩ লাখ চারা গাছ

পঞ্চগড় প্রতিনিধি
  ১৬ জুন ২০২৪, ০০:০০
পঞ্চগড়ে চাওয়াই নদীর ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা -যাযাদি

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার উদ্যোগে চলতি বর্ষা মৌসূমে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় রোপণ করা হচ্ছে তিন লাখ বিভিন্ন জাতের চারা গাছ। আষাঢ়ের প্রথম দিন শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর ধারে মুক্তাঞ্চলে একটি জামগাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা। পরে চাওয়াই নদীর ধারে ও মুক্তাঞ্চলের চারপাশে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন এমপি পত্নী মেজর (অব.) কাজী মৌসুমী, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএস মো. শাহনেওয়াজ প্রধান শুভ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ব্র্যাকের প্রধান কার্যালয়ের সিনিয়র পরিচালক কেএএম মোর্শেদ, সহযোগী পরিচালক আব্দুস সালাম প্রমুখ। পরে তিনি তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলাতেও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে