পশুর হাটের নিরাপত্তায় কাজ করছে পুলিশ -সিএমপি কমিশনার
প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, 'পশু বেপারীদের নিরাপত্তা, জালনোট শনাক্তে মেশিন, প্রতারকচক্রসহ সব ধরনের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে ব্যাপারে প্রতিটি বাজারের ইজারাদারকে সতর্ক করা হয়েছে।'
শনিবার চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলার মইজ্জেরটেক পশুর হাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিএমপি কমিশনার বলেন, 'প্রতিটি পশুর হাটের একটি করে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পেলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'ব্যবসায়ীরা তাদের টাকা পরিবহণে যাতে কোনো ঝুঁকিতে না পড়েন, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। পুরো বাজার সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। সড়কে গরুবাহী গাড়ি আটকানো নিষিদ্ধ করা হয়েছে। কেউ কোনো অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।'
এ সময় উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাহাতাব উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মান্নান রহমান, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, হুমায়ুন হোসেন, কর্ণফুলী থানার ওসি (তদন্ত), মেহেদী হাসান, হাট ইজারাদার সেলিম উদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা লয়ন ছাবের আহমদ, দক্ষিণ জেলা ওলামা লীগের আহ্বায়ক মৌলান ইউনুস অহিদী, যুবলীগ নেতা মুহাম্মদ আবুল হাসেম, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, যুবলীগ নেতা জাবেদ উদ্দিন চৌধুরী, ইয়াছিন আরাফাত।