কেরানীগঞ্জে চালককে গলা কেটে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪

মাদককারবারিসহ চার জেলায় গ্রেপ্তার ১১

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জে চালককে গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও চার জেলায় ছিনতাই, মাদক ও দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছের্ যাব ও পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে শাওন নামের এই যুবককে গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো শাকিল আহমেদ ওরফে হ্যাঁচকা শাকিল (২০), সজিব (২০), আলমগীর (২০) ও আনন্দ (২০) বলে জানা যায়। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় সদস্য ও জুয়াড়িসহ ৮ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় (পিপিএম) জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত চুরি মামলায় তদন্তপ্রাপ্ত চোরচক্রের সক্রিয় সদস্য, নেত্রকোনা সদরের কাঞ্চনপুর গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মো. মোশারফ হোসেনকে (৩০) চুরির একটি অটোরিকসাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একই দিনে ননএফআইআর প্রসিকিউশন জুয়া আইন ৪ ধারায় ৬ জন এবং ননএফআইআর প্রসিকিউশন পুলিশ আইন ৩৪ ধারায় একজনসহ সর্বমোট ৮ জনকে গ্রেপ্তার করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলায় রাস্তায় প্রকাশ্য দিবালোকে মহিবুলস্নাহ শিকদার (৪৩) নামের একজন প্রজেক্ট ম্যানেজারকে মারধর করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মহিবুলস্নাহ শিকদার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নির্মাণাধীন সরকারি কৃষি খামার প্রজেক্টের ম্যানেজার এবং মোলস্নাহাট উপজেলার চর-আটজুড়ি গ্রামের বাসিন্দা। মহিবুলস্নাহকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তালহা ইবনে হুসাইন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক তালহা চিতলমারী উপজেলার কুরমণি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। আর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার বাংলা বাজারের গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে যমুনা নদীর পার থেকে ভারতীয় ৯০ বোতল মদসহ আব্দুস সালাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর সদস্যরা। আটককৃত সালাম গাইবান্ধার জেলার রবিচাঁন শেখের ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার যমুনা নদী তীরবর্তী কালীতলি ঘাটে বস্তায় করে মাদক পারাপারের সময় ৯০ বোতল মদ উদ্ধার করা হয়। ডিবি-২ এর ওসি মো. সোহেল রানা জানান, গাইবান্ধা জেলা থেকে নদীপথে দেওয়ানগঞ্জে মাদক পাচার করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ডিবি-২ এর একটি টিম সদরের কালীতলি ঘাটে অভিযান চালায়। অভিযানে আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি ছয়টি বস্তায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গুলিবিনিময় ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে দুই পুলিশ সদস্যসহ চার ব্যক্তি আহত হয়েছেন। এ সময় পুলিশ অস্ত্রসহ দিল মোহাম্মদ নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। আহতরা হলেন থানা পুলিশের উপপরিদর্শক উৎপল চক্রবর্তী, যোশেপ বাড়ৈ, খাগরিয়া ৪ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে মো. জাহেদ ও একই এলাকার মৃত অছিউর রহমানের ছেলে শফিকুর রহমান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন এবং একই এলাকার নাসির উদ্দিন ওরফে ফুল নাছিরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষকারীরা ঘটনাস্থল থেকে সামান্য সরে যায়। এ সময় দেলোয়ারের সমর্থক দিল মোহাম্মদ (৫০) নামের একজনকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি)-সহ পুলিশ গ্রেপ্তার করে।