শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কুমিলস্না ও বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্বদেশ ডেস্ক
  ১৬ জুন ২০২৪, ০০:০০
কুমিলস্না ও বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিলস্নায় ট্রাকের চালক, হেলপার ও ফরিদপুরের বোয়ালমারীতে মোটর সাইকেল চালক, মৎস্যজীবী লীগ নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, কুমিলস্না জানান, কুমিলস্নায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুইজনের মৃতু্য হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকার চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাকের চালক নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাথরা গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. নাছিম (২৫) ও হেলপার একই জেলার মান্দা উপজেলার ভেবরা গ্রামের জিয়াউর রহমানের ছেলে মতিউর রহমান আলিফ (২৬)।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লিচুর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালক ও হেলপারের দেহ ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়ে ঘটনাস্থলে তাদের মৃতু্য হয়।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারীতে মোটর সাইকেল ও ইট বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল চালকের নাম মিতুল কাজী। তিনি বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের আকমল কাজীর ছেলে এবং বোয়ালমারী সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির-বনচাকী মাদ্রাসাসংলগ্ন মাইঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি পুলিশ জব্দ করেছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় সড়ক আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে