দৈনিক যায়যায়দিনে সংবাদ প্রকাশ

সেই মেধাবী মিনারজিমের পাশে ফুলবাড়ীর ইউএনও

প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর দিনমজুরি দিয়ে এসএসসিতে গোল্ডেন পস্নাস অর্জনকারী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামের সেই অদম্য মেধাবী মিনারজিমের পাশে দাঁড়ালেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম। তিনি গত বৃহস্পতিবার মিনারজিমের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি মিনারজিমসহ তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দুঃখকষ্টের কথা ও মিনারজিমের স্বপ্ন কি তা জানেন। পরে দুই বস্তা খাবারসামগ্রী ও ঈদুল আজহা পালনের জন্য নগদ কিছু টাকা অনুদান দেন। এ সময় ইউএনও'র সঙ্গে ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হাসানসহ মিনারজিমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী। ইউএনও রেহেনুমা তারান্নুম বলেন, 'আমি পত্রিকার নিউজে মিনারজিমের কৃতিত্ব সম্পর্কে জানতে পেরে তার বাড়িতে এসেছি। এখানে এসে মিনারজিম ও তার পরিবারের সমস্যার কথা জানতে পারলাম। এখন যেহেতু মিনারজিম কোন কলেজে ভর্তি হবে তার ফলাফল হয়নি। সে কারণে এখন কথা বলছি না। আজ শুধু তাকে ও তার পরিবারকে দেখার জন্য আসলাম। তবে কলেজে ভর্তির সময় তার লেখাপড়ার জন্য সহযোগিতার চেষ্টা করা হবে।' এদিকে মিনারজিমের ভাঙা বাড়িতে উপজেলার সর্বোচ্চ সরকারি কর্মকর্তা ইউএনও আসায় মিনারজিমের মা হালিমা বেগম ও তার প্রতিবন্ধী বাবা আনন্দে আবেগাপস্নুত হয়ে পড়েন। উপজেলার বড়মাপের একজন সরকারি অফিসারকে দেখে অদম্য মেধাবী মিনারজিমও খুশি হন।