সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
চাল বিতরণ
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরদের মধ্যে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, আবহমানকাল থেকেই এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর। এ লক্ষ্যে এ জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণ, তাদের জন্য সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ, তাদের সমাজের মূল স্রোতধারায় আনতে হবে। এসময় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউদ্দিন আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও আত্রাই থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক।
আর্থিক সহায়তা
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায়-গরিব মানুষের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোলস্না। এসময় ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
পুরস্কার বিতরণ
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদকের সার্বিক পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার। এ সময় ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
ভিজিএফের চাল বিতরণ
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ভিজিএফের চাল ৩ হাজার ৬১৩টি অসহায়-দুস্থ পরিবার মধ্যে বিতরণ করা হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফজলুল করিম। এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র জানান, উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে কোনো অবস্থায়ই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।
সুধী সমাবেশ
ম গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি
সবার সার্বিক সহযোগিতা, পরামর্শ ও মতামতের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোমনাথ সাহা। বৃহস্পতিবার শপথ গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে এই প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ।
ভিজিএফের চাল বিতরণ
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬ হাজার ৭৪৬ জন পরিবারের প্রত্যেকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে শুক্রবার। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। এ সময় ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্র্মকর্তা (ট্যাগ) অফিসার প্রকাশ কুমার চক্রবর্তী, পিআইও মো. রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবর আলী, ইউপি সচিব কাঞ্চন বিশ্বাসসহ ইউপি সদস্যরা।
কমিটি গঠন
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ির হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক বোর্ড, চট্টগ্রাম। গত বুধবার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ দিদারুল আলম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক স্বাক্ষরিত গত ১২ জুন নতুন এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব সুনভ বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি রতন কান্তি চৌধুরী, অভিভাবক সদস্য মোহাম্মদ আবুল কালাম।
ঈদ উপহার
ম রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭শ নিম্ন আয়ের মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান'র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অঞ্জন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
উপ-কমিটি গঠন
ম শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতী সন্তান তরুণ সমাজসেবক কৈজুরী হাজী মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি'র নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দলের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটিতে স্বাক্ষর এবং অনুমোদন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাইদুর রহমান খান কে এই উপ-কমিটির চেয়ারম্যান এবং ড. সেলিম মাহমুদ এমপি কে সদস্য সচিব করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালা
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, মোলস্নাহাট এর আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার ও বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম। ইসলামিক ফাউন্ডেশন মোলস্নাহাট এর এফএস মো. শাহাবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন প্রেসক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।
চেয়ারম্যানদের বরণ
ম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার।
ডিগ্রি লাভ
ম নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর গ্রামের এক রত্নগর্ভা মা মোছা. শহিদুন নেছা ও রত্নগর্ভ বাবা হলেন আব্দুল হাই ময়না। তাদের দু'জন সন্তান এম উবাইদুর রহমান (রতন) এবং আছমা বেগম (রুজি)। উক্ত কৃতী সন্তানরা তারা ভাই-বোন। দু'জনই অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে সম্মানের সহিত সরকারি চাকরিতে অধ্যয়নরত। উবায়দুর রহমান রতন অগ্রণী ব্যাংক পিএলসি নবীগঞ্জ শাখায় এবং বোন আছমা বেগম রুজি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। এলাকায় তাদের এই সফলতায় গর্বিত।
সংবর্ধনা প্রদান
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের 'কৈশোর কর্মসূচির পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক এম এ মালেককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাকস ফাউন্ডেশন জয়পুরহাটের আওতায় শল্পী শাখা কার্যালয়ে গত ৫ই জুন কৈশোর স্বাস্থ্য মেলায় এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। জাকস এর উপ-নির্বাহী পরিচালক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন জাকস উপ-সমন্বয়কারী মনিরুল ইসলাম, পত্নীতলা আঞ্চলিক ব্যবস্থাপক মাহফুজ্জামান, সহ-আঞ্চলিক ব্যবস্থাপক আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, সহ শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান।
সমন্বয় সভা
ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এর অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ অফিস মিলনায়তনে উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর অল্টার প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছিলেন ইউপি চেয়ারম্যান রিপণ কুমার মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান, অধ্যক্ষ রাজিব বাছাড়, সাংবাদিক এন ইসলাম সাগর, শ্যামাপদ মন্ডল, অখিল কুমার মন্ডল।
দোয়া মাহফিল
ম বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় আসন্ন আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়। মাদ্রাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সহসভাপতি মাওলানা মুহিববুলস্নাহ, সদস্য আ ন ম আবদুলস্নাহ, মাদ্রাসার ফকিহ্ ড. হাবিবউলস্নাহ, মুহাদ্দিস মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. আমিনুল ইসলাম, মো. শোয়াইবুর রহমান প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন বাটামারা পীর সাহেব মাও. মুহিববুলস্নাহ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেসি ক্যাম্পেইন
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে অন্তর্ভুক্তি ও অধিকার প্রদানে সচেতনতামূলক এক অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে, কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কুলস্নাগড়া ডিসি কমিটির সভাপতি সচিন্দ্র আশাক্রার সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা ইদ্রিস আলী সরকার, মৎস্য কর্মকর্তা শিরীন আক্তার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, রুশার নির্বাহী পরিচালক এম এন আলম, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার এলতোস নকরেক প্রমুখ।
সেমিনার অনুষ্ঠিত
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
'প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি' এই স্স্নোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে 'বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার রুবাইয়া ইয়াসমিন। এতে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অমিত রায়, গফরগাঁও প্রেস ক্লাবের সম্পাদক নাজমুল হক বিপস্নব, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার মফিজ উদ্দিন প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার উপজেলা নির্র্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। এ ছাড়া নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুনা আক্তার সভায় যোগদান করেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. আল মামুন, ওসি লুৎফুল হক, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কৃষি অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, হাজী জয়নাল আবেদীন, ওবায়দুল হক, সাইদুর রহমান ভূঁইয়া প্রমুখ।
মতবিনিময় সভা
ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধি এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের (এসডিডিবি) আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা এম রুহুল আমিন প্রধান, সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি ওয়ায়েস কুরুনি, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক আতিক চৌধুরী, কোষাধ্যক্ষ মো. রোকনুজ্জামান, প্রচার সম্পাদক রনজিত রায় প্রমুখ। আরও উপস্থিত ছিলেন জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (এসডিডিবি) বাংলাদেশ অঞ্চলের বিনয় কুজুর, ক্লাব প্রতিনিধি ওয়াদুদ সরকার, উন্নয়ন কমিটির সভাপতি মতলুবর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে 'তামাক নিয়ন্ত্রণ আইন' বিষয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর, থানার ওসি (তদস্ত) বিদু্যৎ কুমার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বার, উপজেলা কৃষি অফিসার লায়লা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুলস্নাহ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।