শ্রীবরদীতে নকল ব্যান্ডরোল ও বিড়ি জব্দ

প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে এনএসআই অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ও বিড়ি জব্দ করেছে। বৃহস্পতিবার শ্রীবরদীর ৩০ নং রসিদা বিড়ি ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। এ সময় আট হাজার ৭০০ নকল ব্যান্ডরোল ও ২০ হাজার প্যাকেট বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় পাঁচ লাখ ৮৭ হাজার টাকা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার, ওসি কাইয়ুম খান সিদ্দিকী, জেলা এনএসআইয়ের কর্মকর্তাসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিল। এনএসআই সূত্রে জানা যায়, অভিযোগ রয়েছে শ্রীবরদী ৩০ নং রসিদা বিড়ি ফ্যাক্টরি দীর্ঘদিন থেকে সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল তৈরি করে বিড়ি বাজারজাত করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে অভিযানে নামে জেলা এনএসআইর একটি দল। এ সময় নকল ব্যান্ডরোল লাগানো অবস্থায় ২০ হাজার প্যাকেট বিড়ি ও আট হাজার ৭০০ নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। এ ব্যাপারে ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, জব্দকৃত মালামালা থানা আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।