মনোহরগঞ্জে গুলিবিদ্ধ বাবাকে দেখতে যাওয়ার পথে ছেলের মৃতু্য
প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০
মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরঞ্জে গুলিবিদ্ধ বাবাকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে স্ট্রোক করে মারা গেছে তার বড় ছেলে ফারুক। এর আগে তার বাবাকে গুলি করে মায়ের গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চাটখিলের দিক থেকে ২টি মোটর সাইকেলে করে ৪ জন লোক আসে মনোহরগঞ্জ উপজেলার সরশপুর ইউপির দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের আবদুল মালেকের চায়ের দোকানের সামনে দাঁড়ায়। তখন চায়ের দোকানে আবদুল মালেক (৭০) ও বাইরে তার স্ত্রী সাহিদা আক্তার (৫৫) দাঁড়ানো ছিল। এক পর্যায়ে কোনো কিছু বোঝার আগেই তাদের একজন মালেকের স্ত্রীর গলার চেইন ও কানের দুল টান দিলে সে চিৎকার দেয়। এ সময় তার স্বামী মালেকও বাইরে এসে চিৎকার করলে তখন তাদের একজন মালেককে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ মালেককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপালালে নেওয়া হয়। এদিকে মালেকের বড় ছেলে ফারুক (৪২) বাবার এমন ঘটনা শুনে তাড়াহুড়ো করে হাসপাতালে যাওয়ার পথে রিক্সা উল্টে পড়ে যায় এবং সেখানেই সে স্ট্রোক করে মারা যায়।