পার্বতীপুরে দুই ভিক্ষুককে দোকান উপহার

প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে পুনর্বাসনের লক্ষ্যে দুই ভিক্ষুককে দোকান করার মালামাল বিতরণ করা হয় -যাযাদি
দিনাজপুরের পার্বতীপুরে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির আওতায় আরও দুই ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর থেকে এই দুইজন ভিক্ষুককে মালামালসহ মনোহারি টিনের দোকানঘর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয় চত্বরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুইজন ভিক্ষুককে মালামালসহ দোকানঘর দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। মালামালসহ দোকানঘর পেয়েছেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সালন্দার পোদ্দার পাড়া গ্রামের সমবারুর স্ত্রী কল্যাণী রায় ও পার্বতীপুর পৌরসভার বাবু পাড়ার আনছার আলী।