নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

দুই জেলায় আরও চারজনের মৃতু্য

প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা মিশ্রিপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যাত্রীসহ দু'জন নিহত হয়েছেন। শিশুসহ আরও ১০ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন। এছাড়াও কুমিলস্নার চৌদ্দগ্রামে ও সৌদি আরবে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চারজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা মিশ্রিপুর নামক স্থানে শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৪০) ও অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ আরও ১০ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন। নান্দাইল ফায়ার সার্ভিসের লোকজন আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, ঢাকা থেকে যাতায়াত পরিবহণের একটি বাস নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাওয়ার পথে তিনটি অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যাতায়াত প্রা. লি. এর বাস আটক হলেও বাসের চালক পলাতক রয়েছে। নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ জানান, সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে তাদের লাশ মর্গে পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির পেছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক বাহাদুর মিয়া (৩২) নিহত হয়েছেন। নিহত বাহাদুর নোয়াখালী জেলার সুবর্ণপুর উপজেলার চড়ভাঙ্গা গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় ঢাকামুখী কাভার্ডভ্যান শুক্রবার সকাল ৭টায় সামনের চলন্ত অজ্ঞাতনামা গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় এবং চালক বাহাদুর মিয়া ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশ উদ্ধার করা হয়েছে। হাইমচর( চাঁদপুর) প্রতিনিধি জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাইমচর উপজেলার ৩ রেমিট্যান্স সবুজ, সাব্বির, রিফাত ইন্তেকাল করেছেন। তাদের অকালে মৃতু্যতে হাইমচরে শোকের ছায়া পড়েছে।জানাযায় বৃহস্পতিবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর জেলা হাইমচর উপজেলার তিনজন রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা হলেন হাইমচর উপজেলার দক্ষিণ আলগী সোলেমান চৌকিদার বাড়ির জামাল চৌকিদারের বড় ছেলে মো. সবুজ চৌকিদার, উত্তর আলগী গ্রামের গাজী বাড়ির দেলোয়ার গাজীর বড় ছেলে মো. রিফাত হোসেন গাজী। দক্ষিণ আলগী ছৈয়াল বাড়ির ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে মো. সাব্বির ছৈয়াল।