সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রিকেট টুর্নামেন্ট ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে 'মাদক ছাড়ো, খেলা ধরো' প্রতিপাদ্যে ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার দক্ষিণপাড়া মাঠে প্রতিভা কোচিং হোমের আয়োজনে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন- সাবেক কাউন্সিলর মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনিসুল হক সুমন, সাংবাদিক শান্ত তালুকদার, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র দাস প্রমুখ। আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী মাসুম বিলস্নাহ অভি জানান, ১২টি টিমের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কমিটি অনুমোদন ম কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপস্নব গাঙ্গুলী স্বাক্ষরিত প্যাডে ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অ্যাডভোকেট ইমরান হোসেন বাবুকে সভাপতি ও প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সম্পাদককে সম্পাদক করা হয়। অন্যরা হলেন- দাতা সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, এসএম কামরুল ইসলাম, এসএম জসিম উদ্দিন, আকতার জামাল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোসাম্মৎ ফাতিমা বেগম, শিক্ষক প্রতিনিধি বিজেস কান্তি চৌধুরী, মোহাম্মদ আলী আজগর ও রোকেয়া বেগম। শ্রেষ্ঠ বিদ্যালয় ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। বদলগাছী উপজেলা সদরে অবস্থিত এই বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষক ও প্রায় ৬৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক মোজাফফর হোসেন দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। ঈদ উপহার ম বেলাব (নরসিংদী) প্রতিনিধি নরসিংদী বেলাব উপজেলার পাঁচশত অসহায় ও দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল হাইস্কুলের মাঠে উপহার বিতরণ করেন- জেলা প্রশাসক ড. বদিউল আলম। উপজেলা নির্বাহী আফিসার আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা প্রমুখ। ফুটবল টুর্নামেন্ট ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলায় বঙ্গমাতা ফুটবলে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাট উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, শিক্ষা অফিসার সেকান্দার আলী প্রমুখ। বরণ অনুষ্ঠান ম বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি ভোলার বোরহানউদ্দিনে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কমপেস্নক্সের সম্মেলনকক্ষে এই আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান জাফর উলস্নাহ চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম, ওসি শাহিন ফকির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আলী হিরা, মহিলা ভাইস চেয়ারম্যান আফছারুন নেছা রেনু, সাংবাদিক ইন্দ্রজিৎ দে প্রমুখ। সচেতনতামূলক সভা ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যে খুলনার ডুমুরিয়ায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ সাহা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে ও ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশীষ মোমতাজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। আরও বক্তব্য রাখেন ওসি সুকান্ত সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম মালিক, সাংবাদিক জিএম সালাম ও সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার প্রমুখ। মতবিনিময় সভা ম স্টাফ রিপোর্টার, ভোলা ভোলায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিবের আগমন উপলক্ষে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলার চরফ্যাশন খামার বাড়ি রিসোর্ট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব বেগম শাহনেওয়াজ দিলরুবা খানম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও সহকারী পরিচালক জিয়াউর রহমান প্রমুখ। প্রকল্প সমাপ্তি ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র বাস্তবায়নে 'জেন্ডার ইন ইনক্লুসিভ পাথওয়েজ আউট অব পোভার্টি ফর ভালর্নাযাবল হাউসহোল্ড' (জিপপ) কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। প্রোজেক্ট ম্যানেজার ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র এরিয়া প্রোগ্রাম কো অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিশিক, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের কাজিপুরে প্রয়াত মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃতু্যবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে স্থানীয় অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেফাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অন্যদের মধ্যে মরহুমের ছেলে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান প্রমুখ। পুরস্কার বিতরণ ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেণি শিক্ষক, রোভার স্কাউট, গার্লস গাইড ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ইউএনও তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। ছাগল বিতরণ ম আলীকদম (বান্দরবান) প্রতিনিধি বান্দরবানের আলীকদমে এসডিডিবি প্রকল্প কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে প্রতিবন্ধী ও প্রবীণদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কলারঝির ইউনুস নাম্বার পাড়ায় কারিতাস চট্টগ্রাম অঞ্চলের এনিমেটর ইন্দ্রেটিং ত্রিপুরার সঞ্চালনায় আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলীকদম সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা মেম্বার রেহানা আক্তার, প্রতিবন্ধী প্রবীণ ক্লাবের সভাপতি আবুল কালাম, আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জিয়াউদ্দিন জুয়েল প্রমুখ। চাল বিতরণ ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গোশাইপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যন শাহাজামাল ইসলাম আশিক ২ হাজার ২২৪ জন উপকারভোগীর মাঝে এসব চাল বিতরণ করেন। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। বিতরণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন। বৃক্ষরোপণ অভিযান ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সদরপুরে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি হিসেবে ১০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ব্বরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট বিভিন্ন প্রজাতির এ চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রুবানা তানজিন, ইউপি চেয়ারম্যান কাজী জাফর, রোকন উদ্দীন মোল্যা, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, আসলাম বেপারীসহ উপজেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা। সার-বীজ বিতরণ ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রোপা আমন ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কৃষকলীগ সভাপতি জলিলসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশেষ সভা ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি সিলেটের জাফলংয়ের আকর্ষণীয় স্থানসমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাফলং পর্যটন কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন জাফলং টু্যরিস্ট পুলিশের ইনচার্জ রতন শেখ, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই ফখরুল আলম, জাফলং পর্যটন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্‌ত প্রমুখ। সচেতনতামূলক সভা ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 'স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা প্রকৌশলী আমিনুল হক প্রমুখ। পুরস্কার বিতরণ ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম ইমাম রাজী টুলু। এ সময় উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালা অনুষ্ঠিত ম কয়রা (খুলনা) প্রতিনিধি খুলনার কয়রায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান। ইউনিয়ন স্বাস্থ্য পরিদশর্ক এবি সিদ্দিকীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শুভ্র মরিয়ম মন্ডল। আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক আকিব উদ্দিন, সহকারী পরিচালক ডা. এসএম সামছুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল হাসান প্রমুখ। চাল বিতরণ ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদী পৌরসভায় ৪ হাজার ৬২৩ জনের মধ্যে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে সরকারি সহায়তায় এই চাল বিতরণ করেন মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। প্রতিজনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। পৌরসভার ১২টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে বণ্টন করে এই চাল প্রদান করা হয়। এ সময় মাধবদী পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পোনা মাছ অবমুক্ত ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সালথায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শাহ্‌ শাহরিয়ার জামান সাবু, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, ওসি ফায়েজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলী প্রমুখ।