শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বারহাট্টায় পাট চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৪ জুন ২০২৪, ০০:০০
বারহাট্টায় পাট চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

'পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পভুক্ত পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে পাট উৎপাদনকারী চাষিদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববিব সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী, জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা লাইজু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উচ্ছ্বাল পাল, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিজানুর প্রমুখ। এ প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন পাট চাষি অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে