যায়যায়দিনে সংবাদ প্রকাশিত হওয়ার পর খাল পরিদর্শনে প্রশাসন
প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপেস্নস্নক্স সংলগ্ন সরকারি রেকর্ডভুক্ত খাল দখল চিত্রের আলোকে দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর খাল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিলস্নাহ।
বুধবার বিকালে পরিদর্শনে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি মাসুম বিলস্নাহ। এ সময় তার সঙ্গে ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার নাজিরসহ উপজেলার কয়েকজন কর্মকর্তা। অবৈধ দখলদারদের দ্বারা খাল দখল করে বহুতল ভবন নির্মাণ ময়লা-আবর্জনা ফেলে খাল ভরাট টংয়ের ঘরের সত্যতা পান তারা। এছাড়া হাসপাতালের ড্রেনের ময়লা পানিসহ বসতবাড়ির টয়লেট-বাথরুমের ময়লা পানি ও খালের সঙ্গে সংযোগের প্রমাণ মেলে।
সহকারী কমিশনার ভূমি মাসুম বিলস্নাহ জানান, 'যায়যায়দিন পত্রিকায় নাজিরপুরে সরকারি খাল দখল করে ভবন নির্মাণের হিরিক, প্রশাসন নীরব শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। খবরটি দেখে পরদিনই ইউএনওর সঙ্গে কথা বললে তার নির্দেশে খালটি পরিদর্শন করি। জনদুর্ভোগের খবর প্রকাশ করার জন্য খাল দখল যাতে করতে না পারে সে জন্য সাংবাদিকসহ দৈনিক যায়যায়দিন পত্রিকার সকল পরিবারকে ধন্যবাদ।'