শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কোরবানির ঈদের কেনাকাটায় সুবাস ছড়াচ্ছে বাহারি মসলা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৪ জুন ২০২৪, ০০:০০
কোরবানির ঈদের কেনাকাটায় সুবাস ছড়াচ্ছে বাহারি মসলা

হবিগঞ্জের লাখাইয়ে জমে উঠছে ঈদবাজার। এলাকার বাজারের বিভিন্ন মার্কেট থেকে শুরু করে ঈদ উপলক্ষে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। শেষ সময়ে প্রতিদিন সকাল থেকে দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সেই সঙ্গে বাড়ছে কোরবানির ঈদের মাংস রান্নার প্রয়োজনীয় উপকরণ মসলা বিক্রি। তবে বিগত বছরগুলো থেকে এ বছর নিত্যপ্রণ্যের দাম বেশি হলেও ঈদের আনন্দের কাছে হার মেনেছে সবই।

সরেজমিন উপজেলার বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি বিপণিবিতানে রয়েছে বাহারি পোশাকের জমকালো পসরা, ঈদকে কেন্দ্র করে প্রতিটি হাটবাজারে দেখা মিলছে মেহেদি ও কসমেটিকস'র সিজনাল অস্থায়ী দোকানের।

এদিকে ঈদুল আজহার অন্যতম উপকরণ মসলা, ঈদুল আজহাকে কেন্দ্র করে হাটবাজারে সুবাস ছড়াচ্ছে বাহারি মসলার ম ম ঘ্রাণ।

ঈদকে সামনে রেখে বাজারে এখন চাহিদার চরমে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গসহ মাংস রান্নায় অপরিহার্য বিভিন্ন মসলার। আর এই চাহিদাকে উপলক্ষ করে ঝাঁজ ছড়াচ্ছে মসলার বাজার।

গত কয়েক দিনের ব্যবধানে প্রতিটি মসলার দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে। এতে করে চাহিদার সঙ্গে খরচের সমন্বয় করতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে ক্রেতা সাধারণের। কোরবানি উপলক্ষে মসলার দোকানে ক্রেতাদের আনাগোনা দেখা গেলেও দাম বেশি হওয়ায় অসন্তোষ দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, পাইকারি বাজারের বেশিরভাগ মসলা জাতীয় দ্রব্যের দাম বাড়ার ফলে তাদের বেশি দামে কিনতে হয় এবং সেই অনুপাতে বিক্রি করতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে