'প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার দেখানো পথেই দেশের উন্নয়ন করছেন'

প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার দেখানো পথেই দেশের উন্নয়নে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর যেমন কৃষকের প্রতি ভালোবাসা ছিল, কৃষকদের সবচেয়ে গুরুত্ব দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।' বৃহস্পতিবার পাবনা সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা সুলতানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, জেলা পাটচাষি সমিতির সভাপতি শাহাদাত হোসেন মুন্সী প্রমুখ। সূত্রে জানা যায়, উপজেলার সব ইউনিয়নের ১ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব রোপা আমন ধানের (উফশী জাতের) বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।