লংগদু ও নাইক্ষংছড়িতে শপথ নিলেন নবনির্বাচিত চেয়ারম্যানরা
প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট হলরুমে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি নুরে আলম মিনা।
এ সময় শপথ নেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান মো. রকিব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহ।
শপথগ্রহণ শেষে উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
এ সময় চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালকসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম শপথবাক্য পাঠ করান।
এ সময় শপথ গ্রহণ করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার। শপথ গ্রহণ শেষ করে গাড়িযোগে ফেরার পথে রামু চা বাগান থেকে তাদের কর্মী-সমর্থকরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের মোটর সাইকেলের শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে নাইক্ষ্যংছড়িতে নিয়ে আসেন।
উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মদ বলেন, 'আমি যে ভালোবাসার অনুদান পেয়েছি, আমাকে নাইক্ষ্যংছড়িবাসী যে আপন করে নিয়েছে, আমি এই ভালোবাসা কোনো দিনও ভুলতে পারব না। আজীবন নাইক্ষ্যংছড়ির আপমর জনসাধারণের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআলস্নাহ। আমি আপনাদের সহযোগিতায় বেচে থাকব।'