শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

উপসহকারী কৃষি কর্মকর্তাসহ চার জেলার সড়কে ঝরল ৮ প্রাণ

রাজশাহীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত ৭
স্বদেশ ডেস্ক
  ১৪ জুন ২০২৪, ০০:০০
উপসহকারী কৃষি কর্মকর্তাসহ চার জেলার সড়কে ঝরল ৮ প্রাণ

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ আটজনের প্রাণহানি ঘটেছে। টাঙ্গাইলের ঘাটাইল, মাদারীপুরের শিবচর, সাতক্ষীরার পাটকেলঘাটা ও দিনাজপুরের ঘোড়াঘাট এবং ফুলবাড়ীতে এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে রাজশাহীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭ আহত হয়েছেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

রাজশাহী অফিস জানিয়েছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের নামাজগ্রাম এলাকায় বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বানেশ্বরগামী লেগুনা ও রাজশাহীগামী যাত্রীবাহী বাস বানেশ্বর বাজার সংলগ্ন নামাজগ্রাম এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে।

গুরুতর আহতরা হলেন- নওগাঁর কদমপুর গ্রামের সালাম সরকার (৭০), নিয়ামতপুরের রাসেলের স্ত্রী আয়েশা (৩৫) ও একই এলাকার আলীমুদ্দীনের ছেলে আরাফাত (২৯)। এদের মধ্যে আরাফাত লেগুনা চালক।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার কদমতলী নামক স্থানে বৃহস্পতিবার সকালে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হচ্ছেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের গারট্ট গ্রামের জাকির হোসেনের ছেলে আলমগীর হোসেন এবং একই ইউনিয়নের কাশতলা গ্রামের জুয়েল রানা। জুয়েল রানা গোপালপুর উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টায় মোটর সাইকেলের তিন আরোহী কদমতলী থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথে মধুপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতাবস্থায় আলমগীরকে ঘাটাইল ও জুয়েলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু'টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচরে রাস্তা পারাপারের সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহমদ ব্যাপারী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার পাঁচ্চর গোলচত্বরের পশ্চিম পাশে ফুটওভার ব্রিজের সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। আহমদ ব্যাপারী শিবচরের বাহাদুরপুর ৬নং ওয়ার্ড বালাকান্দি এলাকার হোসেন ব্যাপারীর ছেলে।

জানা যায়, উপজেলার পাঁচ্চর গোলচত্তরের পশ্চিম পাশে ফুটওভার ব্রিজের সংলগ্ন এলাকায় নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী লেনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আহমদ ব্যাপারী নামে এক বৃদ্ধ গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার বয়ারখোলা কালভাট সংলগ্ন ডাম্বার ট্রাকের সঙ্গে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দু'জন নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে দিপঙ্কর সরকার নামের এক শ্রমিকসহ অজ্ঞাত একজন।

নিহতরা হলেন- পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে কাটাখালী এলাকার আমির আলী বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৩৪) ও দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহের গ্রামের মুনছুরের ছেলে জুলফিকার আলী (৩৭)। বুধবার মধ্যরাতে মহাসড়কের ভৈরবনগর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার ওসি বিপস্নব কুমার নাথ জানান, বুধবার মধ্যরাতে পাটকেলঘাটার শাকদাহ ব্রিজসংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি বালুভর্তি ট্রাক। এতে ডাম্পার ট্রাকের ড্রাইভার জুলফিকার ও বালুভর্তি ট্রাকের শ্রমিক মনিরুল মারা যান।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে শ্যালোচালিত ভটভটির ধাক্কায় অটোভ্যানে থাকা যাত্রী আলতাব হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটিতে থাকা ৭ জন যাত্রী ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করান।

নিহত ব্যক্তি দিনাজপুরের হাকিমপুর উপজেলা ষষ্ঠীতলা এলাকার আব্দুর রহমানের ছেলে। আহতরা হলেন- শফিকুল ইসলাম (৩৩), ফারুকুল ইসলাম (৬০), ইমরান হোসেন (৪৫), ইসরাফিল (২১), শরিফুল ইসলাম (৬০), রফিকুল ইসলাম (৬০) ও আব্দুর রশিদ (৫৫)। এরা বিরামপুর উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সিংড়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও অটো চার্জারের (ব্যাটারি চালিত রিকশা) মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নজরুল ইসলাম (৪৮) ও যাত্রী জাহানারা বেগমের (৫০) মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছে। নিহত জাহানারা পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল হোসেন প্রমাণিকেরর স্ত্রী এবং নজরুল ইসলাম ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের মৃত খাজের উদ্দিন মন্ডলের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে চালক ও সহযোগীসহ ট্রাকটি আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে