গাজীপুরে নারী গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

হত্যা-আত্মহত্যায় তিন জেলায় ৩ জনের মৃতু্য

প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরে ছুরিকাঘাতে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। এছাড়াও হত্যা ও আত্মহত্যার ঘটনায় তিন জেলায় আরও ৩ জনের মৃতু্য ঘটেছে। গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় ছুরিকাঘাতে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃতু্য হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত রুবাইয়া আক্তার (২৩) শেরপুরের ঝিনাইগাতী থানার মালিবিকান্দা এলাকার মাসুদ রানার স্ত্রী। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, বুধবার রাত ৮টার দিকে কারখানা ছুটির পর রুবাইয়া আক্তার ব্যাটারি চালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। একপর্যায়ে তাদের অটোরিকশাটি বাইমাইল ব্রিজে এসে পৌঁছায়। এ সময় একটি মোটর সাইকেলে এসে তিন যুবক অটোরিকশাটি থামায় এবং ওই নারীর সঙ্গে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রুবাইয়া আক্তারকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়েন ফরিদা ইয়াসমিন নামে এক গৃহবধূ। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন বলে জানতে পেরে দ্রম্নতই লাশ বাড়িতে এনে তারাহুরো করে দাফনের প্রস্তুতি নেয় নিহতের স্বামী। পরে ওই গৃহবধূর পরিবার এসে ঘটনার রহস্যময় মনে করে লাশ দাফনে বাধা দেয়। আর হত্যার অভিযোগ ওঠায় পুলিশ এসে লাশ পাঠানো হয় ময়নাতদন্তে। রহস্যময় এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বগারভিটা গ্রামে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটলেও বেলা ১১টার দিকে লাশটির তদন্তের স্বার্থে ময়নাতদন্তে পাঠানো সিদ্ধান্ত নেয় পুলিশ। নিহত গৃহবধূ ফরিদা ইয়াসমিন (৪৮) বিন্দুবাড়ি গ্রামের বগারভিটা এলাকার আব্দুস সামাদের স্ত্রী। মৃতু্যর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন স্বামী। ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, 'নিহতের মাথায় হালকা আঘাত পাওয়া গেছে। পরিবারের মৌখিক অভিযোগ পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর এই ঘটনার রহস্যের জট খুলবে। স্বামী পলাতক আছে।' রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে আবু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বাগানের টাওয়ার টিলা নামক স্থান হতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু মিয়া পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে নিয়মিত শ্রমিক। তার বাড়ি রামগড় ইউনিয়নের নুরপুর এলাকায়। রামগড় থানার ওসি মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে মামলার প্রস্তুতি চলছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছে। বুধবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত মুনিয়া আক্তার (২২) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকার মনির হোসেনের মেয়ে। তিনি স্থানীয় একটি স্পিনিং মিলের শ্রমিক বলে জানা গেছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।