মাদককারবারিসহ দুই জেলায় গ্রেপ্তার ৭
সাঘাটায় বিএনপি-জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
গাইবান্ধার সাঘাটায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদককারবারিসহ দুই জেলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ (৪৭) এবং সাঘাটা উপজেলা জামায়াতের সভাপতি মওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন (৫০)।
সাঘাটা থানার ওসি মমতাজুল হক জানান, ২০২৩ সালের মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে আসেন তারা কিন্তু জামিনের মেয়াদ শেষ হলেও পরবর্তীতে জামিন না হওয়ায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে চুরি, মাদক ও পর্নোগ্রাফি মামলাসহ বিভিন্ন ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাজশাহীর বাগমারার মধ্যপাড়া গ্রাম থেকে মোটর সাইকেল চুরি মামলায় সোহাগ হোসেন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তেতুলিয়া গ্রামের রহিম উদ্দীনের ছেলে রুবেলকে (৩৮) ১৮ পিচ এ্যাম্পুল ও ১৭ বছর বয়সি এক কিশোরকে ১৫ পিচ এ্যাম্পুলসহ আটক করা হয়। একই রাতে ১৬ বছর বয়সি এক কিশোরকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া আদালতের পরোয়ানায় উপজেলার মহাদীঘি গ্রামের মাহাবুব আলম (৩০) ও হরিপুর গ্রামের ছাইদুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ তানিয়া আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছের্ যাব। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কালিগাংনী নামক স্থান থেকে তাকে আটক করা হয়।র্ যাবের দাবি ওই নারী একজন চিহ্নিত মাদক পাচারকারী।
র্
যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, একজন নারী কিছু মাদক নিয়ে গাংনীর দিকে আসছে মর্মের্ যাবের একটি টিম কালিগাংনী নামক স্থানে অবস্থান নেয়। মাদকপাচারকারী ওই নারীর কাছে থাকা ব্যাগ তলস্নাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।