নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন বলেছেন, 'সঠিকভাবে শিক্ষা অর্জনের মধ্য দিয়ে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আজকে যারা জিপিএ-৫-এর কৃতিত্ব অর্জন করেছে তাদের সামনেও এ কৃতিত্ব ধরে রাখতে হবে। এর জন্য লেখাপড়ার প্রতি অধিক মনোযোগী হতে হবে।'
বুধবার নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীতে দেশ পরিচালনা করবে। কেউ প্রশাসনে, কেউ শিক্ষা বিভাগে, কেউ চিকিৎসা বিভাগসহ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলবুল আহমেদ, প্রধান শিক্ষক এমদাদুল হক সরকার, রফিকুল ইসলাম প্রমুখ।