চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় গার্টেক্স গার্মেন্ট লিমিটেড নামে একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে বেলা ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান আকবর শাহ থানার ওসি গোলাম রব্বানী। বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কারখানা সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রাজ্জাক বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল থেকে জানা গেছে, কারখানার জেনারেল ম্যানেজার রিপন অগ্নিসংযোগের ঘটনা শুনে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুড়ে যাওয়া পণ্যগুলো আজ শিপমেন্টে যাওয়ার কথা ছিল।
কোরিয়ান এক নারীর মালিকানাধীন কারখানাটিতে গত ৬ জুন কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে বোনাস পাওয়ার কথা ছিল কর্মীদের।