রেশম বোর্ডের চেয়ারম্যান
\হরাজশাহী অফিস
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মনোনিত হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব মাহবুব জামিল স্বাক্ষরিত এক আদেশে ওই পদে তাকে মনোনিত করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি রোববার হাতে পেয়েছেন বলে জানান সাংসদ আবুল কালাম আজাদ।
গত ৩০ মে জারি করা এক আদেশে বলা হয়েছে, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে আইন, ২০১৩ এর ৬(১)(খ) ধারা অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে এর পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান হিসেবে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে স্পিকার মনোনয়ন প্রদান করেছেন।
দোয়া অনুষ্ঠিত
\হগাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজের এইচএসসি-২০২৪ পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক। এতে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক একেএম জাহিদ ছরুয়ার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. শাহজালাল। কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক জানান, এবার এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে ৩২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
চেক বিতরণ
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. ওমর ফারুক সুমন। এসময় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রধান শিক্ষক আব্দুল জলিল, প্রাণ বলস্নভ মন্ডল, এমদাদুল হক সরকার প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কৃতিত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।
গৃহের চাবি হস্তান্তর
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১০৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়। এ সময় ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রংপুর (সার্বিক) মো. আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সামশীল আরেফিন টিটু, উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু।
বৃক্ষরোপণ কর্মসূচি
ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্টুডিও এপার্টমেন্ট ভবন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে ছিলেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
শ্রেষ্ঠ এএসআই
ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে মে/২৪ মাসের হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই মনোনীত হয়েছেন চুনারুঘাট থানার মো. মনির হোসেন তালুকদার। মঙ্গলবার হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম'র কাছ থেকে অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই মনির হোসেন পুরস্কার গ্রহণ করেন। উলেস্নখ্য, চুনারুঘাট থানায় যোগদানের ১৫ মাসের মধ্যে হবিগঞ্জ জেলায় ৬ বার ও সিলেট বিভাগের মধ্যে ২ বার অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে চুনারুঘাট থানার এএসআই মো. মনির হোসেন তালুকদার মনোনীত হয়েছেন।
কৃষিমেলা উদ্বোধন
ম মেহেরপুর প্রতিনিধি
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার সদর উপজেলা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান অতিথি থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। এ সময় ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কন্দাল জাতীয় ফসল আবাদ করা চাষিরা।
শ্রেষ্ঠ বিদ্যালয়
ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষকের প্রচেষ্টায় জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করায় পুরস্কার প্রদান করেছেন জেলা প্রশাসক। জানা যায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান মোজাফফর হোসেন উকিলের প্রচেষ্টায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ মাধ্যমিক পর্যায়ে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। গত ১০ জুন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা আনুষ্ঠানিকভাবে অত্র বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোজাফফর হোসেনকে পুরস্কৃত করে। নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ মহীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম।
অ্যাডভোকেসি সভা
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওয়াতায় রাঙামাটি রাজস্থলী উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার কারিতাসের উপজেলা অফিস কক্ষে কারিতাস মাঠ সহায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় ও সত্যজিৎ তঞ্চগ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন মনিটরিং অফিসার বান্দরবান ফরহাদ আজিম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হেডম্যান উথিনসিন মারমা, ব্র্যাক ম্যানজার সঞ্চয় চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান উথান মারমা, কার্বারী সুরেষ তনচংগ্যা ও কারিতাসের প্রকল্প মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা।
বীজ ও সার বিতরণ
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশীজাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারমান আহম্মেদুর রহমান বিপস্নব। এ সময় সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর, উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম।
আলোচনা সভা
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ওলামা-মাশায়েখদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মডেল কেয়ারটেকার মোতাহের হোসেন।
চেয়ারম্যানকে বরণ
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে বরণ করে নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার নানা আয়োজনে তাদের বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা সায়মন তজু, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ইউপি চেয়ারম্যান ইউসুফ তালুকদার, শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি, ওসি (তদন্ত) মাহফুজ আলম, ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার কাকলী।
ফুটবল টুর্নামেন্ট
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি রাজস্থলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার করিম উদ্দিন, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ডা. নিজাম উদ্দিন, উদয় তনচংগ্যা ও জয়নুল তালুকদার।
মেলা উদ্বোধন
ম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির মিলনায়তনে ৩৬টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. দুররুল হোদার সভাপতিত্বে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কোদালকাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম আলী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলে রাব্বী ও মুস্তাফিজুর রহমান।
উপহারের পাকা ঘর
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গৃহহীন মানুষের জীবনমান বদলে দিয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেওয়া উপহারের পাকা ঘর। উপহারের ঘর হয়েছে এখন তাদের সুরক্ষিত ও নিরাপদ ঠিকানা। শুধু তাই নয়, মাটিসহ পাকা ঘরের মালিকানা পেয়ে সুখে-শান্তিতে বসবাসসহ স্বাবলম্বীর স্বপ্ন দেখছেন উপকারভোগী পরিবারগুলো। উপজেলা প্রশাসন কর্তৃক এ প্রকল্পের আওতায় উপকারভোগী সবার খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
সমন্বয় সভা
ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সব কর্মকর্তারা নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফারুক, ভাইস চেয়ারম্যান রঘুনাথ চন্দ্র রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান ডলোমনি রায়কে বরণ ও সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফারুকের সভাপতিত্বে প্রথম মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মলিস্নকা রানী সেহানবীশ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনা।
ঈদ উপহার
ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৩৩ হাজার ১২৮ জন হতদরিদ্র কার্ডধারী ১০ কেজি করে চাল পাচ্ছেন। বুধবার উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের ৬ হাজার ১৮ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। এ সময় ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন, কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান ও ইউনিয়ন পরিষদের সব ইউপি সদস্য।
আলোচনা সভা
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ডিমলা উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. ইয়াদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা, ডিমলা থানার (ওসি) দেবাশিষ রায়, ইসলামিক ফাউন্ডেশনের নীলফামারী জেলার মাস্টার টেইনার মো. হুসাইন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও নারী-পুরুষ অংশগ্রহণ করে।
সভা অনুষ্ঠিত
ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
ত্রাণ বিতরণ
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করলেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ আমির হোসেন আমু (এমপি)। বুধবার নলছিটি উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ সময় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, কুলকাঠির ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃঞ্চ খরাতি প্রমুখ।
খেলা অনুষ্ঠিত
ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈল উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮নং নন্দুয়ারের সব প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মদ হোসেন বিপস্নব, গেস্ট অব অনার রাহিম উদ্দিন-উপজেলা শিক্ষা অফিসার, বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক।
বাছুর বিতরণ
ম গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক জেলেদের বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এ সময় জেলেদের মধ্যে গরু বিতরণ করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এজন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারণস্বরূপ উপজেলায় ২৪ জেলের মধ্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মেলা উদ্বোধন
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী কৃষিমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য শফিউল চৌধুরী নাদেল। উদ্বোধন শেষে উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্যর্ যালি কুলাউড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্ যালি ও স্টল পরিদর্শন শেষে কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ।
অবহিতকরণ কর্মশালা
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বগুড়ার শিবগঞ্জ সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পরিবার পরিকল্পনা উপপরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার রেজাউল আলম জুয়েল, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফির রহমান মোস্তা, শিবগঞ্জ পৌরসভা মেয়র তৌহিদুর রহমান মানিক, বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ সহযোগী অধ্যাপক ডা. রাজিয়া সুলতানা।
আর্থিক সহায়তা
ম শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে টিআর প্রকল্প থেকে প্রাপ্ত অর্থ দিয়ে শতাধিক বাইসাইকেল, ঢেউটিন, সেলাই মেশিন, হুইল চেয়ার ও ২টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এগুলো বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জেডএম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান প্রমুখ।
বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
ম বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। বুধবার বোরহানউদ্দিন মহিলা কলেজে প্রধান অতিথি বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম ওই কর্নার উদ্বোধন করেন। এ সময় ছিলেন বোরহানউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ, উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন, গভর্নিংবডির সদস্য মো. শাহজাহান আঁকন, মো. কায়কোবাদ মিয়া, আ.ন.ম আব্দুলস্নাহ, মোবাশ্বির হাসানসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা।
সভা অনুষ্ঠিত
ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সম্মেলন কক্ষে বুধবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাগত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপস্নব, নবাগত ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মতিউর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, বিজিবি নায়েক সুবেদার ঠান্ডু, হাবিলদার নূরনবী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।