রূপসায় মৎস্য ঘেরে চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ
প্রকাশ | ১৩ জুন ২০২৪, ০০:০০
রূপসা (খুলনা) প্রতিনিধি
খুলনার রূপসায় মৎস্য ঘেরে চাষাবাদে বাধা দেওয়ায় সুব্রত ধর বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া এলাকার মহাদেব ধরের ছেলে সুব্রত ধর একই এলাকার দুলাল লস্করের ছেলে মিঠু লস্করের নিকট থেকে ৭ বিঘা জমি ৩ লাখ টাকায় ১০ বছরের জন?্য মৌখিক চুক্তিতে মৎস্য চাষ করার জন?্য লিজ গ্রহণ করে। চুক্তি অনুযায়ী চাষাবাদ করার জন্য উক্ত জমিতে ঘের খনন করে মৎস্য চাষের জন্য উপযুক্ত করে। গত ২৩ মে উক্ত মাছের ঘেরে চাষাবাদের জন্য সুব্রত গেলে মিঠু লস্কর তাকে ঘের হতে চলে যেতে বলে। প্রতিবাদ করলে বিবাদী তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি হুমকি প্রদান করে।