চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান জয়কে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার রোড ভিউ রেস্টুরেন্টে ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হাসান চৌধুরী তাহিল।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ঘটনার দিন মিজানুর রহমান জয় এলাকায় উপস্থিত ছিলেন না। তিনি তার কিছু নিকট আত্মীয়-স্বজনসহ উপজেলার কেরানিহাটের ইউসিবি ব্যাংকে অবস্থান করছিলেন। প্রমাণ স্বরূপ ব্যাংকে অবস্থানের সিসিটিভি ফুটেজ পরিবারের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, বিগত কিছুদিন আগে উপজেলা ছাত্রলীগ ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে। সদ্য ঘোষিত নতুন কমিটিতে মিজানুর রহমান জয়কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তৃণমূলের রাজনৈতিক কর্মী হিসেবে তার এ উত্থান এলাকার একটি স্বার্থান্বেষী মহল মেনে নিতে না পেরে অহেতুক তাকে মামলায় জড়িয়েছে। সর্বোপরি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।