মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মী উৎসব ঈদুল-আজহা উপলক্ষে ছুটির ফাঁদে পড়েছে আখাউড়া ও বান্দরবান স্থলবন্দর। ঈদ ঘিরে আখাউড়া স্থলবন্দর দিয়ে চার দিন এবং বাংলাবান্ধা স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬ জুন থেকে চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ২০ জুন সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ব উত্তরের একমাত্র চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর সাত দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বন্দরের ইমিগ্রেশনে যাত্রীপার ও বন্দর সংশ্লিষ্ট সব কার্যক্রম সেবা চালু থাকবে।
বুধবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রম্নপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল)'র বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১৫ জুন শনিবার থেকে ২১ জুন শনিবার পর্যন্ত অর্থাৎ সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ২২ জুন শনিবার যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা কাস্টম শুল্ক স্টেশন ও বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রম্নপের সঙ্গে চতুর্দেশীয় সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জুন শনিবার থেকে ২১ জুন শনিবার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস ও বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ অমৃত অধিকারী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর সাত দিন বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম সেবা অবাহত থাকবে।