শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

আনোয়ারায় মুক্তিযোদ্ধার ঘর দখলের চেষ্টা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৩ জুন ২০২৪, ০০:০০
আনোয়ারায় মুক্তিযোদ্ধার ঘর দখলের চেষ্টা

চট্টগ্রামের আনোয়ারায় সরকারের দেওয়া বীর নিবাস ঘর জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে বিকাশ কান্তি ঘোষ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার ঝিওরি গ্রামের বাসিন্দা মৃত মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র ঘোষের ছেলে বিকাশ কান্তি ঘোষ সরকার প্রদত্ত বীর নিবাস ঘর বরাদ্দ পেয়েছেন। বরাদ্দকৃত নির্মাণাধীন বীর নিবাস ঘরের প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। নির্মাণাধীন বীর নিবাসে ৫০ বস্তা সিমেন্ট ও প্রায় ৫০ হাজার টাকা ইলেকট্রিক সরঞ্জাম রেখে দরজায় তালা মেরে রাখা হয়। মঙ্গলবার সকালে বিকাশ কান্তি ঘোষের অবর্তমানে প্রতিপক্ষ ঘরের দরজায় লাগানো তালা ভেঙে আরেকটি নতুন তালা মেরে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিকাশ কান্তি জানায়, নির্মাণাধীন বীর নিবাস ঘর জবরদখলের নিমিত্তে পাঁয়তারা করছে। জোরপূর্বক ঘরে প্রবেশ করার অপচেষ্টা চালাচ্ছে। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

তবে বারবার চেষ্টা করেও প্রতিপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে