কালীগঞ্জে আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত
প্রকাশ | ১৩ জুন ২০২৪, ০০:০০
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে আধুনিক প্রযুক্তিতে আখের ফলন বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগের আয়োজনে উপজেলার চাঁদপাড়া গ্রামের বকেরগাছি কেন্দ্রে মাঠ দিবস পালন করা হয়।
সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএফআইসির ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের উপসচিব ড. এ. কে. এম এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক সিপিসিআর মোহাম্মদ মুজিবুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস, মাসুদ রানা (প্রশাসন), গৌতম কুমার মন্ডল (কৃষি), পুলক কুমার সরকার (কারখানা), সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, মোচিকের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এ ছাড়া মোচিকের বিভিন্ন ইউনিটের সাবজোন কর্মকর্তা, সিআইসি, সিডিএ এবং আখচাষিরা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা আখচাষিদের আধুনিক প্রযুক্তিতে আখের একর প্রতি ফলন বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে উন্নত কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন। চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন।