নড়াইল জেলার সনদপ্রাপ্ত দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ১৩ জুন ২০২৪, ০০:০০

নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলাধীন রেজিস্ট্রেশন বিভাগের দলিল লেখকদের শৃঙ্খলা দক্ষতাবৃদ্ধি, জবাবদিহিতা জোরদারকরণ-বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের শেখ রিজেন্সির কনফারেন্স রুমে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে জেলা রেজিস্ট্রার মো. আব্দুর রকিব সিদ্দিক প্রধান অতিথি হিসাবে এই কর্মশালায় হেবা, হেবাবিলএ ওয়াজ, দানপত্র, বন্টকনামা, বায়নাপত্র, পাওয়ার অব অ্যাটর্নিসহ কবলা দলিলের বিষয়ে বিভিন্ন আইন সম্পর্কে লেখকদের প্রশিক্ষণ প্রদান করেন এবং দলিল লেখনি ও ভূমি রেজিস্ট্রেশন আইন, সভ্য লেখকদের আচার ব্যবহার নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল সদর সাব রেজিস্ট্রার মো. মইনুল ইসলাম, জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী মো. শহিদুল হক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শহিদুল ইসলামসহ নড়াইল সদর দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি, লোহাগড়া দলিল লেখক সমিতি ও কালিয়া দলিল লেখক সমিতির সভাপতি-সম্পাদকসহ পরিষদের সদস্য ও সাধারণ লেখকরা এই প্রশিক্ষণ কর্মশালয় নড়াইল, লোহাগড়া ও কালিয়ার প্রায় ২৫০ জন লেখক আংশগ্রহণ করেন।