শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

রাজাপুরে জামানত হারালেন ৯ প্রার্থী

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
  ১৩ জুন ২০২৪, ০০:০০
রাজাপুরে জামানত হারালেন ৯ প্রার্থী

ঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাচনের তিন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৭ প্রার্থীর মধ্যে ৯ প্রার্থী জামানত হারিয়েছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে তারা জামানত হারান।

ইলেকশন কমিশনের (ইসি) নীতিমালা অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের শতকরা ১৫ শতাংশ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বিতাকারীর জামানত বাজেয়াপ্ত হবে। রাজাপুর উপজেলা নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৪ হাজার ৮৮৮টি।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান ঘোড়া প্রতীকে ১৬৫ ভোট (০.৩০ শতাংশ), উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম আনারস প্রতীকে ১১৮ ভোট (০.২১ শতাংশ) পেয়ে জামানত হারিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে জিয়াউল হক লালন, চন্দ্র শেখর হালদার, রাম দুলাল তেওয়ারী, সোহেল আহমেদ জামানত হারিয়েছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছরিন সুলতানা মুন্নী, নাজমুন্নাহার পুতুল, সুমনা পারভীন সুমি জামানত হারিয়েছেন।

নির্বাচন অফিস তথ্য মতে, উপজেলা চেয়ারম্যান পদে এক লাখ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা জামানত নিয়েছিল নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে