হবিগঞ্জের লস্করপুর রেলগেইট এলাকায় পাহাড়িকা ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লস্করপুর রেলগেইট এলাকায় পৌঁছলে মিরপুর থেকে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সা রেলগেইটে বেরীক্যাড অতিক্রম করে রেললাইনের ওপরে চলে আসলে ট্রেনের ধাক্কায় সেটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। একই সঙ্গে অপর চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, ট্রেনের ধাক্কায় সিএনজির এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।