শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

রূপগঞ্জের ভূলতা কলেজে কালভার্ট উদ্বোধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৩ জুন ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালভার্ট ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি -যাযাদি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা স্কুল অ্যান্ড কলেজের কালভার্ট ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ভূলতা স্কুল অ্যান্ড কলেজের খালের ওপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৩৩ লাখ ১৭ হাজার ৯৫১ টাকা ব্যয়ের ১৫ মিটার দৈর্ঘ্যের কালভার্ট উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ভূলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোলস্না।

সভায় বক্তব্য রাখেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য গোলাম দস্তগী গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রানী পাল শীলা, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ মোমেন, স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সদস্য মনির হোসেন ভুইয়া, শামীমা সুলতানা উমা, সামাজিক সংগঠন একতা বস্নাড ও সামাজিক সংস্থার সভাপতি এসএম জামান, সাধারণ সম্পাদক গোলাম শহিদুল ইসলাম। পরে কলেজ মাঠে ফলদ ও ঔষধি গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে