শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

৩৮ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

দুই জেলায় ২ মাদক কারবারি গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
  ১৩ জুন ২০২৪, ০০:০০
৩৮ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৮ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও কুমিলস্নার তিতাসে ও ময়মনসিংহের তারাকান্দায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৮ বছর আত্মগোপনে থাকা ৭ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খুলনার লবণ চরা থানার এলাকার জিন্নাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি হাসান আলী সরদার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরি গ্রামের মেসের আলী সরদারের ছেলে।

থানা সূত্রে জানা যায় ১৯৮৯ সালে ডাকাতি মামলায় হাসান আলী সরদারের অনুপস্থিতিতে সাত বছর কারাদন্ড দেন বিচারিক আদালত।

ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, নিজের ও বাবার নাম পরিবর্তন করে ৩৮ বছর আত্মগোপনে থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মো. কামরুল (৪২) কড়িকান্দি গ্রামের মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে।তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ জানান, ৪১ পিস ইয়াবাসহ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বালিখাঁ ইউনিয়নে শিকারপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী বালিখাঁ ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত আব্দুল কাদির ছেলে মনির হোসেন (৩৬)।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে