চাঁদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৪০
সোনাগাজীতে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ দুর্ঘটনা, হত্যা ও আত্মহত্যায় পাঁচ জেলায় ৫ জনের মৃতু্য
প্রকাশ | ১৩ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চাঁদপুরে দুই গ্রম্নপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এদিকে ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। এ ছাড়াও দুর্ঘটনা, হত্যা ও আত্মহত্যার ঘটনায় পাঁচ জেলায় আরও পাঁচজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রম্নপের সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি হামলায় পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাত ১০ পর্যন্ত পুরানবাজারের মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আল আমিন খান (৩০) ওই এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর ছেলে। নিহতের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে পুরানবাজার মেরকাটিজ রোডের রনি নামে একটি কিশোরের সঙ্গে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। মূলত ওই ঘটনাটা কেন্দ্র করে সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সঙ্গে মারকাজ রোড এলাকার যুবকদের সংঘর্ষ সৃষ্টি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে, তা তদন্ত করে আইনের আওতায় নিয়া আসা হবে। রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় সশরীরে হাজির হয়েছেন ঘাতক স্বামী আলী আক্কাছ রনি। বুধবার উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চর গণেশ গ্রামের শেখ পাড়া ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।
আলী আক্কাছ রনি ভোলা জেলার বাসিন্দা। তার বাবা রতন পরিবার নিয়ে ঢাকা মুগদা এলাকায় থাকেন। নিহত সিনথিয়া ইসলাম খুশবু ইলা ঢাকা যাত্রাবাড়ি থানার ৪৮ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি বেগমের মেয়ে।
জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্ত্রী ইলাকে বঁটি দিয়ে মাথায়, মুখে ও হাতে কুপিয়ে হত্যা করে রনি। বিষয়টি কেউ জানাজানির আগেই সে স্ত্রীর লাশ বাসায় রেখেই ৭টার দিকে থানায় হাজির হন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছি। আর পাশাপাশি ঘাতক রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে ইজিবাইকের মোটরে গলায় ওড়না পেঁচিয়ে মোহনা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃতু্য হয়েছে।
বুধবার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহনা পটুয়াখালী শহরের সিমুলবাগ এলাকার রাসেল মুন্সির মেয়ে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা সামিমা নাসরিন জানান, কলেজছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃতু্য হয়।
এদিকে ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত পুলিশ সদস্যরা নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ায় দাগ পাওয়া গেছে বলে জানান পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক হিরন মোলস্না।
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শাকিল (১৭) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার হাকরুইল গ্রামের সিটুর ছেলে।
মধুখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান জানান, উপজেলা পরিষদের নির্মাণাধীন ৫তলা ভবন থেকে পরে শাকিল আহত হয়ে মারা যায়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে তাহমিদ হোসেন নিশাদ (১০) নামে এক স্কুলছাত্রের মৃতু্য হয়েছে। মঙ্গলবার উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিশাদ আড়াইহাজার পৌরসভার মুকুন্দি গাজীপুরা গ্রামের নাজমুলের ছেলে। জানা গেছে, নানা বাড়ি বেড়াতে গিয়ে একটি পুকুরে ডুবে মারা যায় নিশাদ। তার মৃতু্যতে এলাকায় শোকের ছা্য়া নেমে এসেছে।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটেছে জানা গেছে। নিহত ফাহিম (২০) উপজেলার সুন্দরপুর ইউপির টাইগার ক্লাব সংলগ্ন নূর নবীর ছেলে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আবু জাফর বলেন, 'আমরা খবর পেয়েছি। জরুরি টিম ঘটনাস্থলে যাচ্ছে।'
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে জমি-সংক্রান্ত জেরে জামাত আলী (৫৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। বুধবার উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুলাভাই লছিমুদ্দিন জাদুকে (৬৫) আটক করেছে থানা পুলিশ।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, 'খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুলাভাই লছিমুদ্দিনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।