কেরানীগঞ্জ ও মুক্তাগাছায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

প্রকাশ | ১৩ জুন ২০২৪, ০০:০০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় -যাযাদি
'শিশু শ্রম বন্ধ করি, প্রতিশ্রম্নতি রক্ষা করি' প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলার বাঘাবাড়ি মোড়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের (বিএলএফ) মহাসচিব জেড এম কামরুল আনামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিএলএফ উপপরিচালক মাহমুদুল হাসান খান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 'এসডিজি'র লক্ষ্যমাত্রা অর্জনে শিশুশ্রম বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নে আমরা তৎপর রয়েছি। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত পথশিশুদের পুনর্বাসন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বিকাশ কর্মসূচি বাস্তবায়নেও আমরা কাজ করে যাচ্ছি।' এ সময় বিএলএফ'র সিনিয়র প্রকল্প কর্মকর্তা সরোয়ার আলমের সঞ্চালনায় কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, কেরানীগঞ্জ ক্ষুদ্র গার্মেন্টস শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি জাকির হোসেন পান্নু, বাংলাদেশ বস্ত্র শিল্প শ্রমিক লীগের (আঞ্চলিক কমিটি) মনির হোসেন মৃধা, বিএলএফ'র প্রকল্প সমন্বয়ক এএইচএম মোরশেদসহ উজেলার বিভিন্ন ক্ষুদ্র কারখানা মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করেছে শিশু ফোরাম ও যুবফোরামের নেতৃবৃন্দ। বুধবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি'র সহযোগিতায়র্ যালি, আলোচনা সভা ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এপি ম্যানেজার নম্রতা হাউই, পৌর কাউন্সিলর মমতাজ, প্রোগ্রাম অফিসার মৌসুমি আক্তার, ধর্মীয় নেতা, শিশু ফোরাম, যুবফোরাম, ভিডিসি সদস্য ও নির্বাচিত অভিভাবকরা। এপি ম্যানেজার নম্রতা হাউই বলেন, বাংলাদেশ সরকার শিশুশ্রম নিরসনে বদ্ধপরিকর। জাতীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ বছরও বিভিন্ন আনুষ্ঠানিকতা ও কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস উদ্‌যাপন করছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন অ্যাডভোকেসি ফোরামের সঙ্গে যৌথভাবে বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছে এবং দিবসটির মূল বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে বিভিন্ন যোগাযোগ উপকরণ উন্নয়ন প্রচার করছে।