শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১২ জুন ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ড্রেস বিতরণ

\হবোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মধ্যে পৌর মেয়রের ব্যক্তিগত অর্থায়নে ১৩০ সেট স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় ক্যাম্পাসে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে ওই ড্রেস তুলে দেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাস দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আ ন ম আবদুলস্নাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, স্কুলের সিনিয়র শিক্ষক তাহমিনা বেগম প্রমুখ। এ সময় ছিলেন প্যানেল মেয়র হারুন-অর-রশিদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. জুয়েল হাওলাদার সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা।

আর্থিক সহায়তা

ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় রোগীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এসব চেক বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৪ জন ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসায় ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদানের চেক দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুলস্নাহের সভাপতিত্বে এ সময় ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউলস্নাহ সরকার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তার।

কাজের উদ্বোধন

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শাহপাড়া খলসী ইক্ষু ক্রয়কেন্দ্র থেকে রেজারবাড়ি ভায়া সফিকুলের বাড়ির সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে সব কমিশনার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৬৫ লাখ ৭০ হাজার ২৮৪ টাকা ব্যয়ে ৫৪০ মিটার এ সড়ক নির্মাণ করা হবে।

ফাইনাল অনুষ্ঠিত

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

\হনওগাঁর পোরশায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার বিকালে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ওলিউল ইসলাম। অন্যদের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, নিতপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আনোয়ার হোসেন মিল্টন প্রমুখ।

শিক্ষাসামগ্রী বিতরণ

ম নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

নানিয়ারচর জোনের আওতাধীন বগাছড়ি আল আমিন জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসহায়ক সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার নানিয়ারচর জোনের (১০ বীর) সার্বিক তত্ত্বাবধানে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় বগাছড়ি আল আমিন জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক বিএ-৭৫৯৭ লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)। তিনি পরবর্তী সময়ে স্কুলের সব শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেন।

শিক্ষার্থীদের সংবর্ধনা

ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে অবস্থিত কালাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কালাপানিয়া চৌধুরী বিদ্যা নিকেতন থেকে ২০২৪ সালে এস.এস.সি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কালাপানিয়া ইউনিয়ন শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কালাপানিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ - পরিবহন মন্ত্রণালয় সম্পার্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি। সন্দ্বীপ স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি কালাপনিয়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. ইবেনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান।

সনদপত্র বিতরণ

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের ৭০ জন নারী কর্মীকে তাদের নিজ নিজ সঞ্চয়ী জমাকৃত জনপ্রতি ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।

ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। নেটজ বাংলাদেশ এবং বিএমজেড'র নারীর অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। সংলাপে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় এর পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ। নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির সিএসও সদস্য ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এমকেপি'র যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, মাঠ সমন্বয়কারী সবুরা বেগম, শেফালী আক্তার, সুইটি আক্তার, মনোয়ারা মনি, গোলাম রব্বানী, জেলা সিএসও সদস্য আব্দুর রশিদ প্রমুখ।

চারা বিতরণ

ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর শিবচর উপজেলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রান্তিক চাষিদের মধ্যে ৩ হাজার দেশি জাতের নারিকেল চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুলস্নাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া। শিবচর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার) ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা।

বিদায় অনুষ্ঠান

ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার বরুড়ায় এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো. এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। সিনিয়র প্রভাষক মোহাম্মদ শাহজালাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মজুমদার, সহকারী অধ্যাপক মো. লাল মিয়া, মো. আবুল বাশার, মো. জহিরুল ইসলাম, সরকার শিউলি আক্তার, সিনিয়র প্রভাষক নাসরিন সুলতানা, আব্দুস সাত্তার।

প্রশিক্ষণ কর্মশালা

ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওতায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, মসজিদের ইমামসহ ভিবিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিদের নিয়ে নওগাঁর নিয়ামতপুরে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হল রুমে উপজেলার নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, অফিসার ইনচার্জ মাহিদুল ইসলাম।

মাসিক সভা

ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ২৯ বিজিবি'র নায়েব সুবেদার আক্তার হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সেনেটারী ইন্সপেক্টর জগদিশ চন্দ্র রায়, দারিদ্র বিমোচন কমিটির সদস্য রহমানিয়া মেরাজ প্রমুখ।

সার-বীজ বিতরণ

ম পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪০ জন প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস থেকে এসব সার-বিজ বিতরণ করা হয়। এসময় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদু্যৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।

মেলা উদ্বোধন

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে মঙ্গলবার কৃষিমেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি ও মেলা চত্ব্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল কর্মকর্তা ডা. এফ এম ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে