সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ জুন ২০২৪, ০০:০০

প্রতিনিধি
মতবিনিময় সভা \হআগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের অধিকার ও অন্তর্ভুক্তিকরণ প্রচার প্রচারণামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বে-সরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এসডিডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা পল রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. দৌলাতুননেছা নাজমা, আগৈলঝাড়া প্রেস ক্লাব সিনিয়র সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী সৈয়দ নাজমুল আলম। ঈদ উপহার \হগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৪২টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। সোমবার পৌরসভা কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে পৌর মেয়রের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিন মিলিয়ে ১৪৩ জনকে ঈদ উপহার পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে দেওয়া হয়েছে। মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব মাওলানা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, গৌরীপুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি আবদুল হান্নান। মাসিক সভা \হতিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডা. এফএম ইউসুফ, মহিলাবিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সামছুল হক সরকার। নতুন কমিটি ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয় আলহাজ আবদুলস্নাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে হাজী মো. মোশারফ হোসেন ও সহ-সভাপতি পদে জাহিদুল হক জাভেদ নির্বাচিত হয়। এছাড়া পরিচালক পদে ১৬ জন প্রার্থীর মধ্য ১৪ জন নির্বাচিত হয়েছে। সোমবার নির্বাচনের পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এবারের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন শিক্ষক এম এন মুহিত এবং কমিশনের সদস্য ছিলেন সিদ্দিকুর রহমান ভূঁইয়া ও সারোয়ার হোসেন। ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম বিকাশ কেন্দ্রের সিসি-এর কমিউনিটি গ্রম্নপ সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সেমিনার কক্ষে নবাবগঞ্জ পিপিইপিপি-ইইউ প্রকল্প অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ টি এম মোফাখখারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক আব্দুল ওহাব, প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে, কারিগরি কর্মকর্তা-পুষ্টি মেহেদী হাসান। সভা অনুষ্ঠিত ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার হেকস্‌/ইপার-এর সহযোগিতায় এবং বেসরকারি প্রতিষ্ঠান ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ভূমি অফিসের কর্মকর্তা ও মূল স্রোতধারার নেতাদের সঙ্গে দলিত ও আদিবাসীদের ভূমিবিষয়ক সংবেদনশীল সভা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস কার্যালয় প্রাঙ্গণে সেতাবগঞ্জ চিনিকল আখচাষি সমিতির সদস্য মো. আব্দুলস্নাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা। এ সময় বক্তব্য রাখেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মোছা. ঝর্ণা বেগম, পড়িয়ালপুর গ্রামের ভিডিসি সভাপতি রাম দুলাল। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 'বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পার্বতীপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ গ্রহীতারাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (অতি. দা.) সহকারী পরিচালক ময়নুল হক। শ্রেষ্ঠ কর্মকর্তা ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক স্টাফ রিভিউ সভায় তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। নূর-এ-নবী ২০২৩ সালের ২ এপ্রিল সদর উপজেলা কৃষি অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সদর উপজেলায় কৃষিতে কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। কৃষিবিদের এই সফলতায় জেলার কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কিষানি, উদ্যোক্তাসহ নানা শ্রেণিপেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ভূঞাপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে পাট ও নাবী পাট বীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে অতিথি ছিলেন টাঙ্গাইল বিএডিসির উপপরিচালক সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোখলেছুর রহমান, জেলা পাট কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, পাট কর্মকর্তা জহির রায়হান প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উলফাত জাহান। সহায়তা উপকরণ বিতরণ ম রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রবীণ ও প্রতিবন্ধীদের মাধ্যে সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার নূর আলম জিকু। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি ফখরুল ইসলাম, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, ব্যবসায়ী মিন্টু মিয়াজি। আর্থিক সহায়তা ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি বিশ্বম্ভরপুরে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিকের নির্দেশনায়, উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের প্রচেষ্টায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মুহাম্মদ দেলোয়ার হোসেন দিলু, পিআইও অফিসের আব্দুল মমিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ। আলোচনা সভা ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক- এ স্স্নোগানকে সামনে রেখে কুমিলস্নার মনোহরগঞ্জে উদ্‌যাপিত হয়েছে ভূমিসেবা সপ্তাহ ২০২৪। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) নাসরিন। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান। প্রশিক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। আলোচনা সভা ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সংসদ সদস্য আমির হোসেন আমু। সভায় আরও ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সানজিদ আরা শাওন প্রমুখ।