ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ১২ জুন ২০২৪, ০০:০০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যানজট কমানের লক্ষ্যে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রাহাতুল ইসলামের পৃথক দুটি আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় সড়ক অবৈধ মোটর সাইকেল পার্কিংয়ের দায়ে তিন চালককে তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। রাস্তার পাশে মোটর সাইকেল রেখে যানজন সৃষ্টি করায় এবং মালিকবিহীন পাঁচটি মোটর সাইকেল থানায় নিয়ে যাওয়া হয়। ফুটপাত উন্মুক্ত রাখার জন্য ভাসমান দোকানীদের সতর্ক করেন আদালত। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন, 'পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে জনসাধারণের সমাগম বৃদ্ধি পায়। সড়কে যানজট কমানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। '